Friday, August 22, 2025
HomeJust Inফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই বিদায় নেবে শীত, সরস্বতী পুজোয় মিলবে বসন্তের ছোঁওয়া?

ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই বিদায় নেবে শীত, সরস্বতী পুজোয় মিলবে বসন্তের ছোঁওয়া?

 ওয়েব ডেস্ক: সরস্বতী পুজোয় (Saraswati Puja) বসন্তেরই হাওয়া বইবে? এমনিতে এবছর সেভাবে শীতের (Winter) দেখা মিলল না। তারই মধ্যে আলিপুরের আবহাওয়া অফিস (Weather Office) জানিয়েছে, তাপমাত্রা ফের ঊর্ধ্বমুখী হতে  চলেছে। যার ফলে সরস্বতী পুজোতে অনেকেই প্রিয় বন্ধুকে প্রশ্ন করতেই পারেন শীতকাল কবে আসবে সুপর্ণা? বসন্তের আগমনে যে নাতিশীতোষ্ণ তাপমাত্রা অনুভূত হয়, এর ফলে তাই হতে পারে। তারই মধ্যে আবহাওয়ার পূর্বাভাস ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই এবছরের জন্য বিদায় নিতে পারে শীত। পাকাপাকিভাবে। জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শীত ও কুয়াশার দাপট থাকলেও কলকাতা ও সংলগ্ন জেলগুলিতে তা ছিল না। আগামী রবিবার ও সোমবার সরস্বতী পুজো। সেসময় তাপমাত্রা আরও খানিকটা বাড়বে।

হাওয়া অফিস জানিয়েছে, এখন বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা উর্ধ্বমুখী হবে। কয়েকদিন পরে ফের তা নামবে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে আট জেলায় কুয়াশা হবে। দক্ষিণবঙ্গে হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে উত্তরবঙ্গে কুয়াশার দাপট থাকবে। দৃশ্যমানতা নীমতে পারে ৫০ মিটারে। কলকাতায় শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রাছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। অসম ও হরিয়ানায় দুটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। যার ফলে শীত বাধাপ্রাপ্ত হবে।

আরও পড়ুন: চলতি সপ্তাহে প্রচুর ট্রেন বাতিল শিয়ালদহ শাখায়!

বিশ্ব ক্রমশ ঊষ্ণ হচ্ছে। যার প্রভাব পড়ছে। তাছাড়া দূষণ সহ বিভিন্ন কারণে শীতের দেখা মিলছে না বলে আবহাওয়াবিদরা মনে করছেন। বিশেষ করে নগর এলাকায়। তাছাড়া ওয়েস্টার্ন ডিস্টারবেন্স বা পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারত থেকে বয়ে আসা শীতল হাওয়া বাধাপ্রাপ্ত হয়।

দেখুন অন্য খবর: 

Read More

Latest News